[HSC] জীববিজ্ঞান ২য় পত্র ১ম অধ্যায় এর জ্ঞান মূলক প্রশ্নোত্তর সমূহ


প্রশ্ন ১। প্রজাতি কী?
উত্তর: শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন ও মৌলিক একক হলাে প্রজাতি।

প্রশ্ন ২। সিলােম কী?
উত্তর: ভূণীয় মেসােডার্ম থেকে উদ্ভূত ভিসেরাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহ গম্বরই হলাে সিলােম। 

প্রশ্ন ৩। ল্যামপ্রে কী?
উত্তর: সরু দেহ, চোষকযুক্ত মুখ, কেরাটিনমা দাঁত, মুখচুক্তি এবং অ্যামােটি লার্ভা দশাবিশিষ্ট মাছগুলােই হলাে ল্যামপ্রে। 

প্রশ্ন ৪। খডায়ন কাকে বলে?
উত্তর: কোনাে প্রাণীর দেহ যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয় তখন এ অবস্থাকে খণ্ডন বলে। 

প্রশ্ন ৫। ট্যাক্সন কী?
উত্তর: ট্যাক্সন হচ্ছে শ্রেণিবদ্ধগত একক। অর্থাৎ শ্রেণিকরণে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগােষ্ঠী বা জনগােষ্ঠীবর্গকে একেকটি ট্যাক্সন বলে। 

প্রশ্ন ৬। মিথােজীবিতা কী?
উত্তর: যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয় তখন এ ধরনের সাহচর্যকে মিথােজীবিতা বলে। 

প্রশ্ন ৭। শিখা কোষ কী?
উত্তর: Platyhelminthes পর্বের প্রাণীদের রেচনতন্ত্রই হলাে শিখা কোষ। 

প্রশ্ন ৮। প্রতিসাম্যতা কী?
উত্তর: প্রতিসাম্য হলাে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান। 

প্রশ্ন ৯। শ্রেণিবিন্যাস কী?
উত্তর: পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে যে পদ্ধতিতে জীবজগতকে গােষ্ঠী বা দলে বিন্যস্ত করা হয় তাই শ্রেণিবিন্যাস। 

প্রশ্ন ১০। প্রাণিবৈচিত্র্য কী?
উত্তর: পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায় সেটিই হচ্ছে প্রাণিবৈচিত্র্য। 

প্রশ্ন ১১। গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম কি?
উত্তর: গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম হলাে- Macrobrachium rosenbergi. 

প্রশ্ন ১২। ICZN কী?
উত্তর: ICZN আন্তর্জাতিকভাবে প্রাণীর নামকরণের একটি নীতিমালা যার মধ্যে প্রাণীর নামকরণের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির নিয়মাবলি লিপিবন্ধ থাকে। 

প্রশ্ন ১৩। অঞ্চলায়ন কী?
উত্তর: ট্যাগমা সৃষ্টির মাধ্যমে দেহের অঞ্চলীকরণকে অঞ্চলায়ন বলে। 

প্রশ্ন ১৪। হায়ারার্কি কী?
উত্তর: শ্রেণিবিন্যাসের বিভিন্ন এককগুলােকে উচ্চতর থেকে নিম্নতর স্তরে বিন্যাস করাকে হায়ারার্কি বলে।

প্রশ্ন ১৫। জীববৈচিত্র্য কী?
উত্তর: অসংখ্য প্রজাতি ও বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত জীব নিয়ে আমাদের এ পৃথিবী। পৃথিবীর সকল জীবের বিভিন্নতাকে সম্মিলিতভাবে জীববৈচিত্র্য বলে। 

প্রশ্ন ১৬। দ্বিপদ নামকরণ কী?
উত্তর: জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। 

প্রশ্ন ১৭। দ্বিস্তরী প্রাণী কী?
উত্তর: যেসব প্রাণীর ভুণে এক্টোডার্ম ও এন্ডােডার্ম নামক দুটি স্তর বিদ্যমান থাকে তাদের দ্বিস্তরী প্রাণী বলে। 

প্রশ্ন ১৮। সিলেন্টেরন কী?
উত্তর: Cnidaria পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলে অন্তঃত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত গহ্বরই হলাে সিলেন্টেরন। 

প্রশ্ন ১৯। Radula কী?
উত্তর: Mollusca পর্বের প্রাণীদের মুখবিবরে কাইটিন নির্মিত জিহ্বাকে র্যাডুলা (Radula) বলে। 

প্রশ্ন ২০। মেডুসা কী?
উত্তর: Cnidarian দের বহুরুপিতা প্রদর্শনকারী সদস্যদের মুক্ত এবং যৌন জননে সমর্থ একক হলাে মেডুসা। 

প্রশ্ন ২১। মানুষ কোন শ্রেণির প্রাণী?
উত্তর: মানুষ Chordata পর্বের Vertabrata উপপর্বের অন্তর্গত Mammalia শ্রেণির প্রাণী। 

প্রশ্ন ২২। প্রতীপ রূপান্তর কী?
উত্তর: Chordata পর্বের Urochordata উপ-পর্বের প্রাণীদের লার্ভাগুলাে উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, তাই প্রতীক রূপান্তর। 

প্রশ্ন ২৩। হ্যাগফিশ কী?
উত্তর: Vertebrata উপপর্বের Agnatha অধিশ্রেণির অন্তর্গত Myxini শ্রেণিভুক্ত মাছগুলাে হলাে হ্যাগফিশ।

প্রশ্ন ২৪। নটোকর্ড কী?
উত্তর: Chordata পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্য নালির মধ্যবর্তী অঞলে লম্বালম্বিভাবে অবস্থিত অস্থিময় দণ্ডটি হলাে নটোকর্ড।