উপায় থেকে মোবাইল রিচার্জ অফার এর সাথে থাকছে ২০% ক্যাশব্যাক

উপায় থেকে মোবাইল রিচার্জ অফার

অত্যাধুনিক ব্লকচেইন এবং two-factor অথেন্টিকেশন এর মত সিকিউরিটি সিস্টেম সমৃদ্ধ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এর মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায়। পূর্বের Upay এর আপডেট ভার্সন  উপায়(upay). বাংলাদেশে এই মোবাইল ব্যাংকিং সার্ভিসটি  নতুন হলেও ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।  দেশের প্রত্যেকটি জেলায়,  উপজেলায়,  মহল্লায় বসে গেছে উপায়  এজেন্ট।আপনি হয়ত জানেন না যে উপায় থেকে মোবাইল রিচার্জ অফার এ থাকছে ২০% ক্যাশব্যাক নতুন এই মোবাইল ব্যাংকিং সার্ভিস উপায় থাকছে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ভ্যাট এবং ইউএসএসডি সহ প্রতি হাজারে মাত্র ১৪ টাকা।

উপায় থেকে মোবাইল রিচার্জ অফার

ইতিমধ্যে উপায় নানা ধরনের  অফারও সুযোগ সুবিধা দিয়েছে। যেমন নতুন অ্যাকাউন্ট খুললেই 50 টাকা ক্যাশব্যাক। এনিয়ে আমার অন্য একটি ব্লগে আমি বিস্তারিত লিখেছিলাম। আজ আপনাদের সাথে উপায়ের নতুন কিছু অফার নিয়ে আলোচনা করব।আজকের আলোচনার বিষয় উপায় থেকে মোবাইল রিচার্জ অফার সম্পর্কে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। 

আরও দেখুনঃ উপায় থেকে মোবাইল রিচার্জ ২০% ক্যাশ রিওয়ার্ড

উপায় থেকে মোবাইল রিচার্জ এ ২০ % ক্যাশব্যাক

উপায় অ্যাপ থেকে রবি, এয়ারটেল, বাংলালিংক ও গ্রামীনফোন নম্বরে রিচার্জে এখন উপভোগ করতে পারবেন ২০% ক্যাশ রিওয়ার্ড। আপনি দিনে একাধিকবার এই অফারটি নিতে পারবেন। রিচার্জের অফারে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড উপভোগ করতে পারবেন অফার চলাকালীন সময়ে। 

আরও দেখুনঃ উপায় থেকে কিভাবে বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল পরিশোধ করবেন?

ক্যাশ রিওয়ার্ডের টাকা সেন্ড মানি, ক্যাশ আউট এবং ফান্ড ট্রান্সফার ব্যতীত অন্য যে কোন ভাবে ব্যবহার করা যাবে। অফারটি উপভোগ করতে তাই ব্যবহার করুন উপায় অ্যাপ।

চার্জ ছাড়াই পরিশোধ করা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিল

জীবনের সকল প্রয়োজনের এখন একটাই উপায়। উপায় দিচ্ছে গ্যাস, ক্রেডিট কার্ড, ট্রাফিক মামলার ফি, ইন্ডিয়ান ভিসা ফি এর মত দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ বিল পেমেন্ট করার একটি সহজ ও নিরাপদ সমাধান।  উপায় থেকে কোনপ্রকার চার্জ ছাড়াই  গ্যাস ক্রেডিট কার্ড ট্রাফিক মামলা ইন্ডিয়ান ভিসা এর ফ্রী  প্রদান করা যাবে।

এই ছিলো উপায় থেকে মোবাইল রিচার্জ ২০% ক্যাশব্যাক নিয়ে বিস্তারিত ব্লগ। আজ এ পর্যন্তই, আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোন টিপস-এন্ড-ট্রিকস নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।