ব্রেকআপ এর লক্ষণ সমূহ - Signs of Breakup

 ব্রেকআপ এর লক্ষণ সমূহ

প্রেম করেছেন কিন্তু ছ্যাকা খাই নাই এমন পাবলিকের সংখ্যা খুবই কম। নিউটনের তৃতীয় সূত্রের মতই  প্রেম করলে ছ্যাকা  বা ব্রেকআপ হবেই। আজকের এই আর্টিকেলটি ব্রেকআপ সম্পর্কে। আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করবো ব্রেকআপ এর লক্ষণ সমূহ বা কিভাবে আপনি বুঝবেন আপনার সঙ্গী ব্রেকআপ করতে চাচ্ছে বা আপনার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাচ্ছে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।

মুঠোফোন নিয়ে মগ্নঃ ডেটে গেছেন অথচ আপনার পার্টনার আপনাকে গুরুত্ব না দিয়ে মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়েছে তাহলে বুঝবেন সে আপনার সঙ্গেই থাকতে চাচ্ছেনা। কারণ তার কাছে আপনার গুরুত্ব থাকলেই বা আপনাকে সত্তিকারের ভালবাসলে কখনোই মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকত না।  পুরোটা সময় ভালোবাসার মানুষের সাথে মগ্ন থাকতো। কারনে অকারনে ছোট ছোট অনেক কিছু আবদার করতো।

আরও দেখুনঃ কিভাবে বুঝবেন আপনি প্রেমে পরে গেছেন? - How you feel you are in Love?

পার্সোনাল স্পেস  চাওয়াঃ এটিই ব্রেকআপের সবচেয়ে বড় লক্ষণ। আমার মতে  ভালোবাসার মানুষের কাছে পার্সোনাল বলে কিছু থাকেনা। যখনই পার্সোনাল কথার আবির্ভাব হবে তখনই ভাববেন আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হতে চলেছে। আর একবার পার্সোনাল কথা সৃষ্টি হয়ে গেলে সম্পর্ক কোনো ভাবেই টেকানো সম্ভব না।

ব্যস্ততা বেড়ে যাওয়াঃ প্রত্যেকের জীবনেই ব্যস্ততা থাকে। কিন্তু এই ব্যস্ততার ফাঁকে ভালোবাসার মানুষ একে অপরের জন্য সময় বের করে নেয়। কখনোই অপরদিকে মানুষ থেকে তার ব্যস্ততার কথা বুঝতে দেয় না। যখন দেখবেন কোউ আপনাকে ব্যস্ততার অজুহাত দিচ্ছি তখনই ভাববেন আপনাদের সম্পর্কের উপসংহার অধ্যায়টি চলে এসেছে। 

অকারনে ঝগড়া করাঃ অকারনে ঝগড়া করা ব্রেকআপ এর অন্যতম বড় লক্ষণ। যখন কেউ আপনার সঙ্গে কারণ ছাড়াই ঝগড়া করবে তখনই বুঝে যাবেন সে আপনার সঙ্গে সুখী না এবং সে আপনার সাথে আর থাকতে চাচ্ছেনা, মুক্ত হতে যাচ্ছে বা ব্রেকআপ করতে যাচ্ছে। 

যোগাযোগের ব্যবধানঃ যখন পার্টনার সময়ের অজুহাত দিয়ে দেখা করবেন আবার ডেটে যাবে না অর্থাৎ যোগাযোগের ব্যবধান সৃষ্টি হবে তখনই বুঝে যাবেন যে সে আপনার সঙ্গে থাকতে চাচ্ছে না।  যোগাযোগের ব্যবধান ব্রেকআপ লক্ষণের আরেকটি।

আরও দেখুনঃ সত্যিকারের ভালোবাসা চেনার উপায় - Signs of true love

নিজের দোষ অন্যের উপর চাপানোঃ যখন দেখবেন আপনার পার্টনার তার দোষ আপনার ওপর চাপাচ্ছে তখনই বুঝে যাবেন সে আপনার সঙ্গে ব্রেকআপ করতে যাচ্ছে। কারণ ভালোবাসার মানুষ কখনই নিজের দোষ তার পার্টনার এর উপর চাপাবেনা। বরংপার্টনারের করা ভুল কে হাসিমুখেই মেনে নিবে।

মিউচুয়াল বন্ধুদের এড়িয়ে চলাঃ আপনার ভালোবাসার মানুষ যখন আপনার এবং তার মিউচুয়াল বন্ধুদের এড়িয়ে চলবে তখনই বুঝে যাবেন যে আপনার সঙ্গী ব্রেকআপ করতে চাচ্ছে।কারণ মিউচুয়াল বন্ধুরা সব সময় চাই সম্পর্কটা টিকিয়ে রাখতে। এবং তারা বিভিন্ন ধরনের পরামর্শ দেয় সম্পর্কটাকে আরো সুন্দর এবং গোছালো করতে।

সঙ্গীকে ছোট করাঃ কোন কারনে যদি আপনার পার্টনার আপনাকে ছোট করে বা পাবলিক প্লেসে বড় ছোট অনেক কথা বলে তাহলে বুঝবেন সে আপনার সঙ্গে থাকতে চাচ্ছেনা। কারণ সত্যিকারের ভালোবাসার মানুষ একে অপরকে সবসময় সম্মান করে। এবং সঙ্গী কোন ধরনের ভুল করলে সেটা নিয়ে চিল্লাচিল্লি না করে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলে।

 আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আর্টিকেলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।