উপায় থেকে কিভাবে বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল পরিশোধ করবেন?
উপায় থেকে খুব সহজে কোন প্রকার চার্জ ছাড়াই বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল পরিশোধ করা যাবে। পদ্ধতি গুলো নিচে উল্লেখ করা হলোঃ
বিদ্যুৎ বিল
আপনি খুব সহজেই উপায় একাউন্টের মাধ্যমে ডিপিডিসি, ডেসকো, বিপিডিপি এবং ওয়েস্টজোন-এর পোস্টপেইড বিল প্রদান করতে পারবেন।
উপায় অ্যাপের "Paybill" ক্লিক করে আপনাকে "Electricity" অপশন সিলেক্ট করতে হবে।
এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
এছাড়া, আপনার ডিভাইসে ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করলে আপনি সার্ভিস অপশনগুলো দেখতে পাবেন। এরপর ৫ ডায়াল করে "Pay Bill" অপশন দেখতে পাবেন। এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
গ্যাস বিল
আপনি খুব সহজেই উপায় একাউন্টের মাধ্যমে বাখরাবাদ গ্যাস পোস্টপেইড বিল প্রদান করতে পারবেন।
উপায় অ্যাপের "Paybill" ক্লিক করে আপনাকে "Gas" অপশন সিলেক্ট করতে হবে।
এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
এছাড়া, আপনার ডিভাইসে ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করলে আপনি সার্ভিস অপশনগুলো দেখতে পাবেন। এরপর ৫ ডায়াল করে "Pay Bill" অপশন দেখতে পাবেন। এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
পানি বিল
আপনি খুব সহজেই উপায় একাউন্টের মাধ্যমে খুলনা ওয়াসা-এর বিল প্রদান করতে পারবেন।
উপায় অ্যাপের "Paybill" ক্লিক করে আপনাকে "Khulna WASA" অপশন সিলেক্ট করতে হবে।
এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
এছাড়া, আপনার ডিভাইসে ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করলে আপনি সার্ভিস অপশনগুলো দেখতে পাবেন। এরপর ৫ ডায়াল করে "Pay Bill" অপশন দেখতে পাবেন। এরপর আপনি যেই বিল পরিশোধ করতে চাচ্ছেন, উক্ত ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তী নির্দেশনাগুলো অনুসরন করতে হবে।
আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন টিপস & ট্রিকস নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।