সাকিবের হাতেই প্রতিবাদের সূচনা
মোহামেডান আবাহনী ম্যাচ মানে টানটান উত্তেজনা। ক্রিকেট পাড়ার ননা গুঞ্জন। এত বছর এই উত্তেজনা নাটকীয়তা মাঠের বাহিরে থাকলেও এবারের আসরে তা মাঠের মধ্যে চলে এসেছে।
গতকালের মোহামেডান আবাহনী ম্যাচে ঘটেছে একের অধীক ঘটনা। এলবিডব্লু আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় স্টাম্প এ লাথি মারা, বৃষ্টিব পূর্বাভাষ এ খেলা স্থগিত করায় স্টাম্প উপরে ফেলা ও ড্রেসিং রুমে যাওয়ার সময় সাকিব আল হাসান এবং সুজনের মধ্যে কথা কাটাকাটি।
সাকিব আল হাসানের এমন আচরণ শুধু ওই ম্যাচকে কেন্দ্র করে নয়। পূর্বের থেকে শুরু করে এখন অব্দি প্রিমিয়ার লীগের ঘটে যাওয়া সকল দূর্ণীতির প্রতিবাদ।
প্রিমিয়ার লীগের ম্যাচ মানেই বড় দলের সুযোগ সুবিধা ভোগ, আম্পায়ার এর পক্ষপাতিত্ব। যা কখনোই আদর্শ ক্রিকেট সমর্থন করে না। আদর্শ ক্রিকেট মানেই নিরপেক্ষতা।
হয়তো সাকিব আল হাসানের প্রতিবকদের ধরণ ঠিক ছিলো না কিন্তু এই দূর্ণীতির বিরুদ্ধে প্রতিবাদের দরকার ছিলো। যা একজন সাকিব আল হাসান এর মাধ্যমেই সম্ভব।
বাংলা ক্রিকেটের নবাব সাকিব আল হাসান কে অনেক ধন্যবাদ জানাই প্রতিবাদ এর সূচনা করার জন্য। আর বিসিবির প্রতি অনুরোধ জানাচ্ছি ক্রিকেট কে রাজনীতি বা দূর্ণীতি মুক্ত করার জন্য।
পোস্ট টি আমার একান্ত নিজের চিন্তা চেতনা থেকে লেখা। ভালো না লাগলে ইগ্নোর করতে পারেন।