কিভাবে বুঝবেন আপনি প্রেমে পরে গেছেন? - How you feel you are in Love?


প্রেমের মরা জলে ডুবে না। জলে ডুবুক না ডুবুক প্রেম তো করতেই হবে। প্রেম মানেই শান্তি। যার জীবনে প্রেম বা ভালোবাসা নেই তার বেচে থাকার কোন মূল্য নেই। প্রেম হীন জীবন পাখা ছাড়া ফ্যান এর মত।

আজকের আর্টিকেলটিও প্রেম সম্পর্কে। আজকের আর্টিকেলে আমি আপনাদের শেয়ার করবো কিভাবে বুঝবেন আপনি প্রেমে পরে গেছেন? কথা না বলে তাহলে চলুন প্রেমময় ব্লগটি শুরু করি।

কৌতুহল: তার জন্য মনের ভিতর একটা টেনশন কাজ করবে। সারাদিন তার কথা মনে পরবে। কারণে অকারণে তার খোজ নিতে ইচ্ছে করবে। ছোট ছোট বিষয় গুলোব প্রতি আগ্রহ বেড়ে যাবে। যেমন: সে সকালে খাইলো কি না? টয়লেট ক্লিয়ার হয়েছে কি না? ইত্যাদি।

আরও দেখুনঃ সত্যিকারের ভালোবাসা চেনার উপায় - Signs of true love

অধিকারবোধ: মনের মধ্যে তার মধ্যে অধিকারবোধ সৃষ্টি হবে। তাকে শাসন বা বারণ করতে ইচ্ছে করবে। এক কথায় বলতে গেলে তার প্রতিটি বিষয়ে আধিকার দেখাতে ইচ্ছে করবে।

আগলে রাখা: বাচ্চাদের মত আগলে রাখতে ইচ্ছে করবে। তার কাজ গুলো করে দিতে ইচ্ছে করবে। উদাহরণ স্বরূপ, হাচি দেয়ার সাথে সাথে টিস্যু আগিয়ে দেয়ার ইচ্ছে হবে।

মিস করা: তার সামান্য অনুপস্থিত মনের মধ্যে বঙ্গোপসাগরের ঢেউ তুলবে। নিজেকে একা একা লাগবে। মিষ্টি শরবত কে হরীতকী এর জুস বা করলার জুস মনে হবে। এক কথায় বলতে গেলে বুকের বা পাশে গ্যাসের ব্যাথা নয় ভালোবাসার ব্যাথা সৃষ্টি হবে।

গুরুত্ব বেশি দেয়া: তার কথার বা মতামত এর বেশি গুরুত্ব দিতে ইচ্ছে করবে। মনে করুন সে বললো গরু স্কুলে যাচ্ছে। মনে হবে তার কথাটাই ঠিক। গরু স্কুলে যাওয়াতো অস্বাভাবিক কিছু নয়। বরং উল্টা যুক্তি দেখাতে ইচ্ছে করবে যে সে হয়তো বুঝাইছে গরু স্কুল মাঠে ঘাস খেতে যাচ্ছে।

পাশে বসা: সব সময় তার পাশে বসতে ইচ্ছে করবে। শ্যাম্পুর গন্ধকে চুলের গন্ধ ভেবে মাতাল হতে ইচ্ছে করবে। আর মাতাল হয়ে দেয়ালে হিসু করতে ইচ্ছে করবে।

অকারণে প্রশংসা: কারণে অকারণে তার প্রশংসা করতে ইচ্ছে করবে। হট না লাগলে হট লাগবে। বিশেষ করে ঠোট ও চোখের প্রশংসা করতে ইচ্ছে করবে। মোটকথা তাকে দুনিয়ার সবচেয়ে সুন্দরী মনে হবে।

অহেতুক আবদার: অহেতুক বা অপ্রয়োজনীয় আবদার করতে ইচ্ছে করবে। সে গান না পারলেও তার কন্ঠে গান শুনতে ইচ্ছে করবে। তার হাতের পানি সিদ্ধ খেতে ইচ্ছে করবে।

বন্ধু বহলে প্রশংসা: কারণে অকারণে বন্ধু মহলে তার প্রশংসা করতে ইচ্ছে করবে। যেকোন টপিকেই তাকে নিয়ে আসতে ইচ্ছে করবে। উদাহরণস্বরুপ, সাদিয়া ভালো রান্না পারে, সাদিয়া প্রেগন্যান্ট, সাদিয়া তরমুজ খায় না, সাদিয়া সারাদিন মেকআপ নিয়ে থাকে, সাদিয়া ভালো মেহেদী ডিজাইন পারে ইত্যাদি।

কাজ করে দেয়া: তার সবগুলো কাজ করে দিতে ইচ্ছে করবে। এসাইনমেন্ট থেকে শুরু করে কাপড় ধুয়ে দিতেও ইচ্ছে করবে।

আরও দেখুনঃ ব্রেকআপ এর লক্ষণ সমূহ - Signs of Breakup

হিংসা: অন্য কারো সাথে হাসিমুখে কথা বলরে হিংসা করবে। মনে মনে রাগও হবে। মনের মধ্যে একটা কথায় ঘুরপাক খাবে কেন সে ওর সাথে হেসে হেসে কথা বললো? ওর সাথে ওর কি সম্পর্ক? ওরা আবার একে অপরকে ভালোবাসে না তো? ইত্যাদি ব্লা ব্লা ব্লা।

অভিমান: তার সামান্য কথা বা ভুল কাজে অভিমানের সৃষ্টি হবে। অল্প কথাকেই বেশি কষ্ট লাগবে। কচু গাছের সাথে ফাস দিয়ে মারা যেতে ইচ্ছে করবে।

ফেসবুকে নজরদারি: ফেসবুক এক্টিভিটিতে নজরদারি বেড়ে যাবে। সে কোথায় কমেন্ট করলো? কোথায় রিয়েক্ট করলো? কে তার ফিডে লাভ দিলো বা ভালোবাসার কমেন্ট করলো ইত্যাদি ইত্যাদি।

আজ এপর্যন্তই। আপনার মধ্যে এসব লক্ষ্মণ দেখলেই আপনি বুঝে যাবেন আপনি প্রেমে পরে গেছেন আর আপনার সুখের জীবন শেষ। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নেক্সট আর্টিকেলে নতুন কোন টিপস বা উপায় নিয়ে।