ইউটিউব থাম্বনেল বানানোর সহজ উপায়
থাম্বনেল একটি ইউটিউব ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও এর ভিউ থাম্বনেল এর উপর নির্ভর করে। ভিজিটররা সার্চ করার পর সব সময় দেখে কোন ভিডিও এর থাম্বনেল বেশি প্রফেশনাল বা ভালো। এবং এরপর সেরা থাম্বনেলের ভিডিওতে ক্লিক করে। সহজ ভাষায় বলতে গেলে থাম্বনেল ভিডিও এর ফাস্ট ইম্প্রেশন হিসাবে কাজ করে।
আমি অনেক ইউটিউবরা কে দেখেছি তারা তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও গ্রাফিক ডিজাইনে নলেজ না থাকার কারণে বা ভালো পিসি বা ল্যাপটপ না থাকার কারণে ভালো মানের থাম্বনেল বানাতে পারেন না। আজকের আর্টিকেলে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার বা কোন ধরণের মোবাইল এপস ছাড়াই টপ ক্লাস লেভেলের থাম্বনেল বানাবেন। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি।
Create an account on Canva
Canva তে একাউন্ট করার জন্য এখানে ক্লিক করুন। এবার যেকোন একটা অফশনে ক্লিক করে একাউন্ট তৈরি করুন। আমি গুগলের মাধ্যমে একাউন্ট করেছি, আপনারাও চাইলে করতে পারেন। Sign up with Google account এ ক্লিক করে খুব সহজেই গুগল একাউন্ট এর মাধ্যমে সাইন আপ করতে পারবেন।
Choose a Design for your Thumbnail
পছন্দের ডিজাইনটিতে ক্লিক করলে ডিজাইন টি ইডিট অফশন আসবে।
Edit This Design
নতুন কিছু এড করার প্রয়োজন হলে বামদিকে থাকা মেনু সেকশন থেকে এড করা যাবে। যা খুবি সহজ এবং ইউজার ফ্রেন্ডলি।
Canva কেন ব্যবহার করবেন?
- ইজি টু ইউজ
- কোন ধরণেন গ্রাফিক ডিজাইন নলেজ প্রয়োজন পরে না।
- হাজার হাজর রেডিমেড টেম্পলেট।
- পিসি বা কম্পিউটারে প্রয়োজন পরে পরে না।
- প্রফেশনাল টুলস।
- ফ্রি ভার্সনেও ব্যবহারের সুবিধা।
Canva দিয়ে শুধুমাত্র ইউটিউব থাম্বনেল নয়, আপনি চাইলে গ্রাফিক ডিজাইনের সবগুলোই এখানে পাবেন। বর্তমানে অধিকাংশ গ্রাফিক ডিজাইনার তাদের খাজকে সহজ করার জন্য এই টুলসটি ব্যবহার করে। এতে করে কাজও সুন্দর হয় এবং সময়ও বেঁচে যায়।
এই ছিলো ইউটিউব থাম্বনেল নিয়ে আজকের আর্টিকেল। আশাকরি আপনারা কিছুটা হলেও শিখতে পেরেছেন। নিত্যনতুন কিছু শিখতে বা জানতে আমাদের ব্লগের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।